নর্থ সাউথ ইউনির্ভাসিটির মাতৃভাষা দিবসের প্রকাশনা
মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ স্মরণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ) প্রথমবারের মতো ‘বিশ্বজুড়ে মাতৃভাষা’ শীর্ষক একটি বই প্রকাশ করে। গতকাল (২৪ ফেব্রুয়ারী) শুক্রবার একুশে বই মেলা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বাংলা একাডেমী’র মহাপরিচালক শামসুজ্জামান খান এবং এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক আবদূর রব খান, অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল খালেক, ডিডিপিআর বেলাল আহমেদ, বইটির সম্পাদিকা দিলারা আফরোজ খান রুপা এবং এনএসইউ শিক্ষার্থীদের একাংশ উপস্থিত ছিলেন।
বইটিতে ভাষা সৈনিক ও বিশিষ্ট রবীন্দ্র গবেষক, কবি, প্রাবন্ধিক আহমদ রফিক, এনএসইউ কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকদের লেখা স্থান পেয়েছে। এছাড়া ৯টি ভিন্ন ভিন্ন ভাষার লেখা রয়েছে যেখানে স্ব-স্ব মাতৃভাষার প্রতি ভালোবাসার কথা ফুটে উঠেছে।
বাংলা একাডেমী প্রাঙ্গনে চলমান বইমেলায় জয়তি প্রকাশনাতে বইটি পাওয়া যাবে।