জিয়াউল উলুম মাদ্রাসার বার্ষিক সভার সমাপনী
চট্টগ্রামের হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল মাদরাসার ৬১ তম বার্ষিক সভা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বুলবুলে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা জাফর আহমদ সিদ্দিকী (রহ:) ২৩ তম বেছাল শরীফ এবং শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী ও হাজী মোহাম্মদ সোলাইমান খান এর ১৪ তম শাহাদাত বার্ষিকী পালনসহ প্রতিষ্ঠানের মরহুমীন-মরহুমার সকল দাতা-প্রতিষ্ঠাতা-শুভাকাংখীদের ইছালে ছাওয়াব উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপী বার্ষিক সভার সমাপনী দিনে বক্তারা বলেছেন, ইসলাম হচ্ছে শান্তির র্ধম। ইসলাম সারা বিশ্বে শান্তির বার্তা পৌছায়।
এখানে জঙ্গিবাদ ও হানাহানির কোন স্থান নেই। যারা ইসলামের নামে আজ বিশ্বে অরাজকতা সৃষ্টি করছে তারা ইসলামের চরম শত্রু। যারা প্রকৃত মুসলিম তারা কখনো অশান্তি হানাহানিতে লিপ্ত হতে পারে না। তারা ভ্রান্ত মতধারায় পথভ্রষ্ট। বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক মর্তাদশ প্রচার প্রসারে বিশ্ব ব্যাপী ব্যাপক ভুমিকা রাখছে এদেশের সুফিধারার সুন্নি মতার্দশ ভিত্তিক মাদরাসা প্রতিষ্ঠান গুলো। এসব প্রতিষ্ঠান থেকে ইসলামের সঠিক জ্ঞান বিশ্ব ব্যাপী ছড়িয়ে দেওয়া হয়। তাই সর্ব স্তরের মুসলিম জনতাকে সুন্নি মতার্দশ ভিত্তিক প্রতিষ্ঠান গুলোকে সহযোগীতায় এগিয়ে আসতে হবে। তাহলে এদেশে মানুষ ইসলামের সঠিক মতাদর্শে অনুপ্রাণিত হয়ে নৈকট্য হাসিল করতে পারবে। আর এসব সুন্নি প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছেন পীর আওলিয়া ও সুফিয়ানে কেরামগণ। সেই ধারবাহিকতায় এ মাদরাসাও প্রতিষ্ঠা হয়েছে পীর আল্লামা জাফর আহমদ সিদ্দিকী (রহ.) হাতে। গত ২৪ ফেব্রুয়ারী শুক্রবার সমাপনী দিনে সভাপতিত্ব করেন গহিরা এফকে জামেউল উলুম আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা নুরুল মোনাওয়ার (মা.জি.আ.)।
প্রধান অতিথি ছিলেন হাটহাজারী দরবার শরীফের শাজ্জাদানশীন হযরতুলহাজ আল্লামা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী (মা.জি.আ.)। এতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দিন। তিনি বলেন এ মাদরাসা পরিচালিত হয় এ এলাকার সর্ব স্তরের মানুষের সহযোগীতায়। আপনাদের এ সহযোগীতা আগামীতেও অব্যাহত রাখবেন আশা রাখি। তাহলে ইসলামী শিক্ষা বিস্তারে সহায়ক হবে। এতে আপনাররা উভয় জগতে নৈকিট্য হাসিল নিশ্চিত হবে। বিশেষ অতিথি ছিলেন নেছারিয়া আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ শাখাওয়াত হোসাইন, মুহাদ্দিস আল্লামা এনামুল হক সিকদার, অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, আল্লামা গাজী শফিউল আজম নেজামী।
মাওলানা মোরশেদুল কাদেরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা সৈয়দ আবু তাহের, উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল আমিন, আলহাজ হোসাইন মুনিরী, মাওলানা আনম মঞ্জুর হায়দার সিদ্দিকী, অধ্যক্ষ আল্লামা দিদারুল আলম চৌধুরী, শাহজাদা আল্লামা হোসেন কামাল, মাওলানা এস.এম আইয়ুব বদরী, আলহাজ মাওলানা আজিজুর রহমান আল কাদেরী, মাওলানা ওবাইদুল হক বুড়িশ্চরী, মাওলানা হাফেজ কামাল উদ্দিন, মাওলানা সেলিম খান ইলিয়াছী, মাওলানা ক্বারী ইলিয়াছ ফারুকী, মাওলানা মজিবুল হক আল কাদেরী প্রমুখ। শেষে হাজারো মুসলিম জনতার উপস্থিতিতে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।