চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে সম্মাননা প্রদান
বৃহস্থপতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোলাইডাংগা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজ মাঠে ৫দিন ব্যাপী লোকগীতি ও লোকনাট্য উৎসবে চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে সম্মাননা প্রদান করা হয়ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, সুস্থ্য ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে সবার অংশীদার হতে হবে।
উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, সুস্থ্য ধারার সংস্কৃতি অহিংস সম্পর্ক প্রতিষ্ঠা করে। এবং অহিংস সম্পর্ক মানুষের জীবন যাত্রায় একে অপরের সহযাত্রী হয়। উৎসবের উদ্বোধনী দিনে একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার আমজাদ হোসেনকে সম্মাননা জানানো হয়। উপাচার্য তাঁর ভাষণে আমজাদ হোসেনের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, বহুমুখী প্রতিভার অধিকারী চলচ্চিত্রকার আমজাদ হোসেন জীবন্তকিংবদন্তী। বাংলাদেশের চলচ্চিত্র আমজাদ হোসেনের মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। আমজাদ হোসেনের কালজয়ী চলচ্চিত্র বাংলাদেশের মানুষের হৃদয়ে সব সময় অম্লান থাকবে।
উৎসবে বিশেষ অতিথির ভাষণে কথাসাহিত্যিক আখতার হোসেন বলেন, চলচ্চিত্রকার আমজাদ হোসেন নিজেই একটি প্রতিষ্ঠান। সুস্থ্য ধারার চলচ্চিত্রের মাধ্যমে আমজাদ হোসেনের সমাজ দর্শন মানুষকে সব সময়ই ভালো-মন্দ বুঝতে সহায়তা করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির ভাষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ বলেন, আমজাদ হোসেনকে সম্মাননা জানানোর মাধ্যমে মানিকগঞ্জবাসী নিজেরা সম্মানিত হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রকে উচ্চমানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমজাদ হোসেন পথ প্রদর্শক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন।
সম্মাননা গ্রহণ করে আমজাদ হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মানিকগঞ্জবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গ্রাম দর্শনে শুভ চিন্তা জাগ্রত হয়। তাই গ্রাম সবার কাছে আত্মীয়ের মতো। সময় সুযোগ পেলে তিনি সবাইকে গ্রামীণ মানুষের জীবন, সংস্কৃতি ও আচার-আচরণ দেখার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসবের উদ্যোক্তা জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান।
উদ্বোধনী দিনে বিকেলে সর্দার বাড়ির লাঠিখেলা প্রদর্শন করা হয়। উপাচার্য লাঠিখেলা উদ্বোধন করেন। সন্ধ্যায় মঞ্চায়ন হয় যাত্রা ‘জেল থেকে বলছি’।##