ইস্ট ওয়েস্টে ‘মায়ের ভাষায় আদালতের রায়’ শীর্ষক লোকবক্তৃতা অনুষ্ঠিত
বাংলাদেশের সংবিধানের ৩ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের ভাষা একমাত্র বাংলা বলা হয়েছে। তাই রাষ্ট্রের সকল কাজে বাংলা ব্যবহার করা বাধ্যতামূলক। এজন্য রাষ্ট্রের স্তম্ভ আইন বিভাগ, নির্বাহী বিভাগের পাশাপাশি বিচার বিভাগকেও শত ভাগ বাংলা ব্যবহার করতে হবে বলে মত দিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি মো. আশরাফুল কামাল। অন্যথায় সংবিধান ভঙ্গ করা হয় বলে মত দেন তিনি।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত “মায়ের ভাষায় আদালতের রায়” শীর্ষক এক লোক-বক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি মো. আশরাফুল কামাল এসব কথা বলেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ২০১৭ সকালে রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসানের সভাপতিত্ত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ লোক বক্তৃতা অনুষ্ঠিত হয়।
বিচারপতি মো. আশরাফুল কামাল আরো বলেন, আদলতের ভাষা হবে সহজ-সরল ও সাধারন জনগনের বোধগম্য ভাষায়। তাই ঔপনিবেশিক মানসিকতা পরিহার করে মহান ভাষা আন্দোলনের এই ফেব্রুয়ারি মাস হতেই ইংরেজির পরিবর্তে দেশের উচ্চ আদালতে বাংলা ভাষার ব্যবহার শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তুরিন আফরোজ।
অনুষ্ঠানে দেশের খ্যাতনামা বিজ্ঞ বিচারপতি ও আইনজীবিগণ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্ট্রি বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক – কর্মকর্তা গণ এবং আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##