রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার জুবেরী ভবন মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮:৩০ মিনিটে পতাকা, বহুবর্ণ বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দীন। স্কুলের অধ্যক্ষ প্রফেসর মোহা. আলী আহসান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মুজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান, শেখ রাসেল মডেল স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাত, স্কুলের শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

Post MIddle

অনুষ্ঠানে উপাচার্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও স্কুলের শিক্ষার্থীদের ডিসপ্লে¬ প্রত্যক্ষ করেন। পরে উপাচার্য দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সনদ প্রদান করেন।
প্রতিযোগিতার ৭৩টি ইভেন্টে তিন শতাধিক খেলোয়াড় অংশ নেয়।

স্কুলের শিক্ষক ডালিয়া রহমান, ড. মুহা. কাওসার হুসাইন, জান্নাতুন নাহার ও মো. বাদশা আলম ক্রীড়ানুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পছন্দের আরো পোস্ট