স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনা সভা
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর উদ্যোগে মগবাজার গার্লস হাই স্কুলে এক মত বিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, আবু জাফর মোঃ সালেক, মোঃ গিয়াসউদ্দিন, স্বাশিপ কেন্দ্রিয় সহ-সভাপতি প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাক, সাায়েদুর রহমান পান্না ও হরিচাঁদ মন্ডল সুমন, কোষাধক্ষ্য অধ্যক্ষ সলিমউল্লাহ সেলিম, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আকলিমা খাতুন, আন্তজার্তিক সম্পাদক মজিবুর রহমান। সভায় মোখলেছুর রহমানকে সভাপতি, আবু জাফর মোঃ সালেক কে সহ-সভাপতি ও মোঃ গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক করে মগবাজার আঞ্চলিক কমিটি ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সমাবেশে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে স্বাধীনতা শিক্ষক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তিনি স্বাশিপ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মার্চ মাসের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে যোগ দেওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।