বশেমুরবিপ্রবিতে অান্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের হলরুমে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রারম্ভে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিটি নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আব্দুর রহিম খান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ আনিসুর রহমান, এপিইসিই বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আসাদ, সহকারী রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন, প্রভাষক মুমতাহানা মৌ, ইমরান হোসেন, বদরুল ইসলাম, শিক্ষার্থী সজীব বিশ্বাস প্রমুখ।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের সুযোগ্য সভাপতি মোঃ আব্দুর রহমান ও অর্থনীতি বিভাগের প্রভাষক মাহফুজা আক্তার। অনুষ্ঠানে বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সর্বক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আহ্ববান জানান। অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন মাতৃভাষার গুরুত্বের কথা তুলে ধরে বলেন, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের ভাষাকে সমৃদ্ধ করতে হবে এবং পরে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে রাত ১২টা ০১ মিনিটে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ও পরে ক্যাম্পাসের শহীদ মিনার ভাষা শহীদদের অাত্নদানকে যথাযথভাবে স্মরণ করতে ও হৃদয়ে ধারণ করতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পছন্দের আরো পোস্ট