নোবিপ্রবিতে স্নাতক শ্রেণীর শুন্য আসনে ভর্তি ৬ মার্চ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর শুন্য আসনে আগামী ০৬ মার্চ ২০১৭ তারিখ থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উক্ত তারিখ সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি ও আনুষঙ্গিক ফি আনুমানিক ২৩,০০০.০০ (তেইশ হাজার) টাকা সহ উপস্থিত থাকতে হবে।
উল্লেখ্য, ‘এ’ গ্রুপের পরিসংখ্যান বিভাগে ২২টি এবং ‘বি’ গ্রুপের ‘ইএসডিএম’ ও ‘ওশানোগ্রাফি বিভাগে’ ৩০টি আসন খালি আছে। উক্ত আসনগুলোতে ‘এ’ গ্রুপের অপেক্ষমান তালিকা ১৫০৬-২৫০৫ পর্যন্ত এবং ‘বি’ গ্রুপে অপেক্ষমান তালিকা ১৬৫১-৩০০০ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট :www.nstu.edu.bd