জাবি বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি গঠন

শাহরীয়ার কবির সোহাগকে সভাপতি ও সবুজ সরকার শুভকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ২০১৭ সেসনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাভারের একটি চাইনিস রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় এই কমিটি ঘোষণা করেন ক্লাবটির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উক্ত সাধারণ সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিঞা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আবুল খায়েরকে ক্লাবটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়।

এর আগে উক্ত কমিটি গঠনের জন্য ক্লাবটির সাবেক সভাপতিদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। ক্লাবটির ২০১৬ সেসনের সভাপতি আবু সাঈদে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবটির সাবেক প্রধান উপদেষ্টা বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক এ এ মামুন, উপদেষ্টা অধ্যাপক ড. কবিরুল বাসার, গণিত বিভাগের অধ্যাপক ড. আব্দুর রউফ, বায়োটেকনোলোজি এন্ড জেনেটিক ইঞ্জিয়ারিং বিভাগের সভাপতি ড. শাহেদুর রহমান, বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফ হোসেন, উক্ত বিভাগের লেকচারার ড. জিনিয়া ইসলাম, জাবি সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহমেদ সুজন, রক্তদাতাদের সংগঠন বাঁধনের সভাপতি বিপ্লব হোসাইন, জাবি সায়েন্স ক্লাবের সাবেক সভাপতিবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে জাবি সায়েন্স ক্লাবের ২০১৬ সালের আয় ব্যায়ের হিসাব প্রকাশ সহ ক্লাবটির বিভিন্ন কর্মসূচী তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে ক্লাবটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট