প্রফেসর সরদার শফিকুল ইসলাম খুবির নতুন রেজিস্ট্রার

খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম আজ ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বর্তমানে খানবাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচিত সভাপতি। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অপরাজিতা হলের প্রভোস্ট, সেন্টার ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস (সিআইএসএস) এর পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বডি ও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

পছন্দের আরো পোস্ট