
পাবিপ্রবিতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
২১ ফেব্রুয়ারি, আমাদের ভাষার অধিকার রক্ষার দিন- মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি পালন করলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের শহীদবেদি ফুলে ফুলে ভরে উঠেছিল। সকালে প্রশাসন ভবন থেকে ভাষা শহীদদের স্মরণে প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরি করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আল-নকীব চৌধুরী ও প্রো-ভাইস-চ্যান্সেলর ড. মোঃ আনোয়ারুল ইসলাম মহোদয়। এরপর পুস্পস্তবক অর্পন করেন শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ-শিক্ষক ও কর্মকর্তা ইউনিট, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী পরিষদ, শেখ হাসিনা ছাত্রী হল, রোভার স্কাউট, সমাজকর্ম বিভাগ, রসায়ন সমিতি, পরিসংখ্যান বিভাগ, অর্থনীতি বিভাগ,নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ,অনিরুদ্ধ নাট্যদল,কুষ্টিয়া সমিতিসহ বিভিন্ন বিভাগ ও ছাত্রসংগঠন।
পুস্পস্তবক শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভায় মাননীয় ভাইস-চ্যান্সের প্রফেসর ড. আল-নকীব চৌধুরী বলেন, পৃথিবী সৃষ্টির পর নানা আন্দোলন সংগ্রাম হলেও ইতিহাসে ভাষা আন্দোলন এর গৌরব একমাত্র আমাদের। মায়ের ভাষা রক্ষা করার গৌরব প্রমাণ করে বাঙ্গালি বীরের জাতি। মহান শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যখন আমরা অন্যান্য ভাষাও আয়ত্ব করবো। আমাদের ভাষার সৌন্দর্য বিশ^ময় ছড়িয়ে দেব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সারা বিশে^র মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় গবেষণা করতে হবে।
প্রো-ভাইস-চ্যান্সেলর মোঃ আনোয়ারুল ইসলাম ভাষা আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু ১৯৪৮সালেই বুঝতে পেরেিেছলেন পাকিস্তানিরা আমাদের মায়ের ভাষা কেড়ে নিয়ে উর্দু চাপিয়ে দেয়ার চেষ্টা করছে মূলত বাঙ্গালিকে সব কি থেকে শোষণ করার জন্য। বঙ্গবন্ধু তখনই ভাষার আন্দোলনে মাঠে নামেন। এরপর স্বাধীকারের চেতনার উন্মেষ ঘটান, তা ধাপে ধাপে স্বাধীনতার আন্দোলনে রুপ নেয়।
জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য দেন, শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর আওয়াল কবির জয়, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. মোহাম্মদ হাবিবুল্লাহ, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন সাইফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আব্দুল আলীম, শেখ হাসিনা হলের প্রভোষ্ট ড.মীর খালেদ ইকবাল চৌধুরী,অতিরিক্ত রেজিস্ট্রার বিজন কুমার বহ্ম,অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জিএম শামসাদ ফখরুল, কর্মচারী পরিষদের সভাপতি জামসেদ পলাশ প্রমুখ। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। #