আমি বীরাঙ্গানা বলছি!

আজও বেঁচে আছি
স্বপ্নের পানে চেয়ে,
স্বপ্নর উড়াল পাঙ্খি হয়ে
হয়তো স্বপ্ন আমার যাবে উড়ে।

মাগো, আমি চৌদ্দ বা সতেরো বলছিÑ
শান্তির শহর, শান্তির দেশ
সবুজ ঘেরা বেশ।
মাঠ, ঘাট, পথ, পান্তর
নানান রঙের বেশ

শান্তির শহর শান্তির দেশ
শান্তির সাদা পাইরা
উড়ছে দেখ কত্ত বেশ

হঠাৎ-শান্তির শহর
জলপাই রঙের গাড়ি
বুঝতে আর রইল না কারো দেরি,
শান্তির পাইরা বুঝি গেল উড়ি।
জল বসন্তের মতো ছাড়লো গুলি
অনেক হলো পাকহেনার বলি

আমার মা গেছে মনে
পাকহেনার হাতের বলি হয়ে।
মাগো আজও আমি রয়ে গেছি
নর পশুর বলি হয়ে

সময় গেছে অনেক বছর
পাইনি-কো সম্মান কারো।
অথচ আমার মা ধর্ষিতা হয়েছে
নিজের সর্বস্ব দিয়ে।

আমার মা ধর্ষিতা হলো
ধর্ষিতা হলো দেশ
বীরঙ্গনা হয়ে বেঁচে আছি
না মরেও বেশ।
সাব্বির আহমেদ।গণিত বিভাগ (৪৪ তম আবর্তন) ।মওলানা ভাসানী হল।সাভার, ঢাকা-১৩৪২।

পছন্দের আরো পোস্ট