ভাষা শহীদদের প্রতি ইউজিসি চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন
প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর নেতৃত্বে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীগণ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে এমসয় ইউজিসি চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, সদস্য, ইউজিসি, কমিশনের সচিব ড. মো. খালেদ, ইউজিসির উচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।