ইস্টার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইস্টার্ন ইউনিভার্সিটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর ধানমন্ডিস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম, উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী, রেজিস্ট্রার আবুল বাশার খান, ডিন; উপদেষ্টা; বিভাগীয় প্রধান; শিক্ষক; কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
বক্তারা বলেন, পৃথিবীতে একটি মাত্র ভাষা বাংলা, যে ভাষায় কথা বলার অধিকারের জন্য প্রাণ দিতে হয়েছে। আর সম্মাননা স্বরুপ ২১ ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। সারা পৃথিবীতে এই দিনটি বিশেষভাবে উদ্যাপিত হয়। কিন্তু বাংলাদেশের উদ্যাপনে থাকে আনন্দ ও বেদনার সংমিশ্রন। এ দেশে আনন্দ আরও বেশী উজ্জ্বল হতো যদি সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহৃত হতো। আর এ ক্ষেত্রে প্রথমেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে।