গণবিতে আন্ত:বিভাগ ভলিবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট
গণ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্ত: বিভাগীয় ভলিবল (ছেলে) ও হ্যান্ডবল (ছাত্রী) টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনালে ছেলেদের ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে ফার্মেসী বিভাগ। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরপর ২সেটে পরাজিত করে জয় ছিনিয়ে নেন তারা । আর মেয়েদের হ্যান্ডবলে মাইক্রোবায়োলজী বিভাগকে ৯-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফার্মেসী বিভাগ।
২০ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। এদিন কলা অনুষদ ও বিজ্ঞান অনুষদে বিভক্ত শিক্ষিকাদের মধ্যে প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। অন্যদিকে শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ভলিবল ম্যাচ দু’দলের নেতৃত্বে ছিলেন রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী। এতে রেজিস্ট্রারের দল ২-১ গেমে পরীক্ষা নিয়ন্ত্রকের দলকে পরাজিত করে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম নজরুল ইসলাম, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মোস্তাফিজার রহমান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা পারভীন বানু ও ক্রীড়া কমিটির সভাপতি মোঃ রফিকুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী খেলাগুলো উপভোগ করেন।
উল্লেখ্য,গত ১৫ ফেব্রুয়ারি আন্ত:বিভাগ ভলিবল (ছাত্র) ও হ্যান্ডবল (ছাত্রী) টুর্নামেন্ট-২০১৭ শুরু হয়। এ প্রতিযোগিতায় ভলিবল খেলায় ছেলেদের ১৭ টি দলের মধ্যে ও হ্যান্ডবল খেলায় মেয়েদের ১১ টি দল অংশ নেয়। প্রতিযোগিতা দুটি নক আউট পদ্ধতিতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষক মো: হাবীব উদ্দীন ও ফেরদৌসী আক্তার বন্যা প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন।#