স্বাশিপের জাতীয় বর্ধিত সভা

স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর জাতীয় বর্ধিত সভা শনিবার ব্যানবেইস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাশিপ সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, প্রফেসর মোঃ সাজিদুল ইসলাম, সামসুল আলম প্রামানিক, প্রফেসর মোফাজ্জল করিম, ড. হোসামুদ্দিন, ড. আবু বকর সিদ্দিক, ব্রজেন্দ্র নাথ সরকার, প্রকৌশলী জহিরুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক জেহাদী, সাইদুর রহমান পান্না, মাহমুদ হোসাইন, অধ্যাপক মাসুম বিল্লাহ, অধ্যক্ষ সোমনা ইয়াসমিন, অধ্যক্ষ নুরজাহান শারমীন প্রমুখ।

Post MIddle

সভায় বক্তারা বেসরকারী শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী জানানো হয়। সভায় বক্তারা শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশের সকল শিক্ষকদের প্রতি আহবান জানান। সভায় আগামী মার্চ মাসে স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপকভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।#

পছন্দের আরো পোস্ট