খুবিতে আন্তঃহল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আজ (১৯ ফেব্রুয়ারি) রোববার বিকেল ৫ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল (ছাত্র) ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাগতিক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান। এ সময় খান বাহাদুর আহসানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, খানজাহান আলী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) মোঃ নুরুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র হলসমূহ ক্রীড়া ও সাংস্কৃতিক উদযাপন কমিটির আহবায়ক ও হলের সহকারী প্রভোস্ট ড. মোঃ ইকবাল আহম্মেদ।

Post MIddle

অনুষ্ঠানটি পরিচালনা করেন হলের সহকারী প্রভোস্ট সঞ্জয় কুমার চন্দ। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে ক্যারাম (একক ও দ্বৈত), দাবা, কার্ড (দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন(একক ও দ্বৈত)। এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিষয় হচ্ছে কবিতা (বাংলা ও ইংরেজি), নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, দেশাত্ববোধক গান, উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি) ও ধারাবাহিক গল্প বলা। পরে অতিথিবৃন্দ টেবিল টেনিস খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

পছন্দের আরো পোস্ট