ইমাম মুসলিম (রহ:) ইসলামিক সেন্টারের অভিভাবক ও হিতাকাঙ্খী সমাবেশ

ইমাম মুসলিম (রহ:) ইসলামিক সেন্টার কর্তৃক পরিচালিত ওমাইর এতিমখানা কক্সবাজার’র সাপ্তাহিক আয়োজন অভিভাবক ও হিতাকাঙ্খী সমাবেশে বক্তারা বলেছেন, যাছাই বাছাইয়ের মাধ্যমে নেয়া সন্দেহাতীত ৫ শতাধিক এতিম এখানে অধ্যায়ন করছে দেখে আমরা অভিভূত। পিতৃস্নেহ ও মাতৃছায়ায় অনাথ-এতিম শিশুদের শিক্ষাদানের মাধ্যমে ওমাইর এতিমখানা জাতির অবহেলিত বিরাট একটি অংশকে এগিয়ে নিচ্ছেন।

Post MIddle

শিক্ষার্থীদের বক্তব্য, তিলাওয়াত ও সঙ্গীতের উপর দক্ষতা দেখে বক্তারা বলেন, সৌদি আরবের মক্কার বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের মত এখানে ইসলামে সঠিক শিক্ষা দেয়া হচ্ছে। বিশুদ্ধভাবে কুরআনের উচ্চারণ শিখানো হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি আধুনিক মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার নির্বাহী পরিচালক ক্বারী মুহাম্মদ উসমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজার সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক বলেন, ২০ বছর ধরে সরকারি কলেজে চাকরি করি। অথচ এমন সুন্দর বাগানে আসার সুযোগ হয়নি। আজ এতিমদের দেখে আমি মুগ্ধ হয়েছি। ওদের কল্যাণে আমাদের এগিয়ে আসতে হবে। যেভাবেই পারি তাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ মুসলিম হিসেবে আমরা জানি, কিয়ামতের দিন বান্দারা এতিম সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষা বিভাগের পরিচালক মুফতী মাওলানা আলতাফ হোসাইন, ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতানের ছোট ভাই আলী হায়দার চৌধুরী মিটু, হাজী পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ রমজান আলী প্রমুখ।
সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন মাদ্রাসার তাফসীর বিভাগের সিনিয়র শিক্ষক ও হাজী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা তাহের সাঈদ।

আবু হুরায়রা (রা:) ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আমান উল্লাহ’র সঞ্চালনায় সমাবেশে কুরআন তিলাওয়াত করেন, মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ ও ওমাইর এতিমখানার শিক্ষার্থী রুনা আকতার। সঙ্গীত পরিবেশন করেন আনসার উল্লাহ, আরফাত উল্লাহ ও সঙ্গীরা। মেয়েদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন সামিয়া সুলতানা ও তার সঙ্গীরা।

সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বাংলায় বক্তব্য রাখেন, মনিরুল ইসলাম, রাশেদা আকতার, আজিম মিয়া, ইসমাইল মুছা। ইংরেজীতে বক্তব্য রাখেন মোহাম্মদ কায়েস, ইয়াছমিন আকতার, নাছির হোসাইন, শাহিনা আকতার, ইসমাইল শফিক।

সুরা ফাতিহা ইংরেজীতে অনুবাদ করেন শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ ও সুরা আন-নাছ’র অনুবাদ করেন মোহাম্মদ হুমায়ুন। সমাবেশে বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সুরতিয়া আলিম মাদ্রাসার ইংরেজী প্রভাষক জোবায়ের আহমদ, বাংলাবাজার ফজলিয়া হেফজখানার পরিচালক হাফেজ মোক্তার আহমদ, আলহাজ্ব সৈয়দ আকবর নুরানী ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুরুল আবছার, এলাকার গণ্যমান্য বিভিন্ন ব্যক্তি, শিক্ষার্থীদের অভিভাবক, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট