মেট্রোপলিটনে ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ও কনস্যুলার রিজিওনাল অপারেশন্স ম্যানেজার (বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ) M.B.E।
শনিবার দুপুরে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ব্রিটিশ কাউন্সিলের অধীনে পুলিশ কর্মকর্তাদের জন্য পরিচালিত বিশেষ ইংরেজি কোর্স পরিদর্শন করেন তিনি। এসময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাতে করেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম, সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী, ব্রিটিশ হাইকমিশনের কনস্যুলার অফিসার ফারহানা হক এবং রাহিন এম চৌধুরী প্রমুখ।