ভয়েচ কিন্ডার গার্ডেনে বার্ষিক ক্রীড়া
বাগেরহাটের মোরেলগঞ্জে ভয়েচ কিন্ডার গার্টেনের উদ্যোগে শনিবার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বনভোজন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক আলোচনা সভার। বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলমগীর হোসাইন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মঞ্জুরুল হাসান, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভয়েচ কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন রুমি, অধ্যক্ষ লাল মিয়া মোল্লা, অধ্যাপক গাউসুল হক, মোঃ মোয়াজ্জেম হোসেন, ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন প্রমুখ। সভায় অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং সভা শেষে পুরস্কার বিতরন করেন।