
এ সাধনায় শোধন হবে না
এ সাধনায় শোধন হবে না মনের কল্পনা
ভাঙিও খেলা থাকিতে বেলার নিরব যাতনা।
উত্তর শেষে দক্ষিণে যেও অবাধ বিচরণে
কবিতার কবি সেখানেই থাকে পুলক চরণে।
হিমালয় খুঁজে আনিও তুমি শুভ্র ফুলের ঘ্রাণ
কাবুল থেকে কাশ্মীর যেও না মজিলে প্রাণ।
এ সাধনায় প্রেম হবে না জুই গোলাপের ভীড়ে
শান্ত নদের দুকূল খুঁজিও আটলান্টিকের পাড়ে।
শ্বেত বরফের দেশে কবি হইও নিরবে গেয়ে গান
কবিকে না পাও কবিতায় পাবে প্রেমের উপাখ্যান।