নেদারল্যান্ডসের অধ্যাপকের সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
নেদারল্যান্ডসের আটরেক্ট বিশ্ববিদ্যালয়ের ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জেসপার গ্রিফিওন ও ড. ফ্র্যাঙ্ক ভেন লেক হাওয়ার এবং টিইউ ডেল্ট বিশ্ববিদ্যালয়ের ওয়াটার ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. বরিস ভেন ব্রুকলিন ১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।