দেশ ভ্রমণে হাবিপ্রিবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা
দেশ ভ্রমনের পথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল ৫ টা সময় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয় তারা।প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে এ যাত্রা শুরু হয়। উক্ত কান্টি ট্যুর এ টুর গাইড হিসেবে থাকছেন অনুষদের শিক্ষক সহকারী অধ্যাপক শক্তি চন্দ্র মন্ডল এবং মোঃ আব্দুল মোমিন শেখ।
শিডিউল -দিনাজপুর -ঢাকা-সিলেট-চট্টগ্রাম।
ট্যুরে যাওয়া কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বললে, তারা বলেন কান্টি ট্যুর আমাদের স্বপ্ন তাই আমরা অনেক উছ্বাসিত,এবং অনেক ভালোলাগা কাজ করছে
তারা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মু.আবুল কাশেমস্যারকে দ্রুত ট্যুর এর ব্যবস্তা করার জন্য ধন্যবাদ জানান।