৭ম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সনদ বিতরণী

সপ্তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্বে বিজয়ীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল (১৫ ফেব্রুয়ারী ২০১৭) বুধবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

নোবিপ্রবি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নেওয়াজ মো. বাহাদুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

Post MIddle

এসময় বিশেষ অতিথি ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আশরাফুল আলম প্রমুখ।

প্রসঙ্গত, বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে গত ১৩ জানুয়ারি ২০১৭ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে সপ্তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে  বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক পর্বের প্রায় ৩০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পছন্দের আরো পোস্ট