কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিদায় সংবর্ধনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল বাশার এর চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল (১৫ ফেব্রুয়ারি) বুধবার বিকাল ৫ টায় পুরকৌশল ভবনের সেমিনার রুমে সিভিল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ। এসময় বিদায়ী প্রফেসর-কে স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে পুরকৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এর আগে দুপুর ১২ টায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ আবুল বাশার এর চাকুরীর মেয়াদ পূর্ণ হওয়ায় বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মাদ হারুনুর রশীদ। এসময় বিদায়ী প্রফেসর-কে ল্যাপটপ ও বিভিন্ন উপহার সামগ্রী উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহন করেন।