সাদার্ন ইউনিভার্সিটিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

সাদার্ন ইউনিভার্সিটি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগ। আজ বুধবার সকালে এমএ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস অনুশীলন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ব্যবসায় প্রশাসন বিভাগ ৬-০ গোলে বড় ব্যবধানে কম্পিউটার সায়েন্স বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজর্ন করে। বিজয়ী দলের অধিনায়ক ইসমাইল হ্যাট্রিক করেন এবং ফরহাদ ও হিরো একটি করে গোল করেন। অপর গোলটি ছিল আত্মঘাতী । টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ গোলসহ ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন ব্যবসায় প্রশাসন বিভাগের অধিনায়ক মো. ইসমাইল।

বিপুল সংখ্যাক দর্শক উপস্থিতে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো নূরুল মোস্তফা। আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী, প্রফেসর ড. আ.ন.ম আব্দুল মোক্তাদীর, প্রফেসর ড. শরীফুজাজামান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো নুরুল মোস্তফা বলেন, পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সাদার্ন এগিয়ে। ইতোমধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সাদার্ন ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিজয়ী দলকে আমার আন্তরিক অভিনন্দন এবং রানার আপ দলকেও শুভেচ্ছা । এভাবে বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতার প্রমাণ করে সাদার্নকে দেশ ও বিশ্বব্যাপি আলোকিত করবে এটাই কামনা করছি।

উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে মনোবল বৃদ্ধি করে দেশ বিরোধী ও অনৈতিক কর্মকা- থেকে দূরে রাখে। তাই শিক্ষার্থীদের উচিৎ পাঠ্য বইয়ের পাশাপাশি ক্রীড়াতেও প্রতিভার বিকাশ ঘটাতে কঠোর অনুশীলন করা। সবাইকে আন্তরিক অভিন্দন সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টকে সফলভাবে সমাপ্ত করার জন্য। আশা করি দেশে ও বিদেশে তোমরা নিজেদের ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে সাদার্নের সুনাম ছড়িয়ে দেবে।

পরে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো নুরুল মোস্তফাসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

পছন্দের আরো পোস্ট