ভালবাসা দিবসে আইএসডি আনন্দ পাঠশালার ভিন্নরকম আয়োজন  

১৪ফেব্রুয়ারি ভালবাসা দিবস উদযাপনের নামে যখন নানান শ্লীল ও অশ্লীল কাজের সয়লাবে ভরে উঠছে তরুণ সমাজ ঠিক সে মুহুর্তে অন্যরকম এক ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করেছে ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ডেভেলপেমন্ট সোসাইটি (আইএসডি) কর্তৃক পরিচালিত আনন্দ পাঠশালার স্বেচ্ছাসেবকরা।

Post MIddle

পাঠশালার ২৫ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে আয়োজিত হয় এক মনোরম ভোজ সভার, নারায়নগঞ্জের সুগন্ধা  রেস্টুরেন্টে শিশুদের আবদার অনুযায়ী তাদেরকে দুপুর খাবার পরিবেশন করা হয় এবং তাদের জন্য বিনোদনের ব্যবস্থা করা হয়।এতে উপস্থিত ছিলেন আইএসডির প্রতিষ্ঠিতা জনাব খোরশেদ আলম নোবেল, সহ প্রতিষ্ঠিতা আ.ফ.ম. মশিউর রহমান, শিক্ষক সাইদুল ইসলাম খান, আনন্দ পাঠশালার পরিচালক ও শিক্ষক ওয়ালি উল্লাহ, তুহিন, আফসার, নাঈম, অনু,মুন্নী, মামুন, লিমা, আকিব, দীপা, রনি, কান্তা, রাজিব, তপু, হিরা ও ঝিনুক। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে এরকম ক্ষুদ্র প্রয়াসই সমাজের সবার মাঝে উৎসাহ যোগাবে সবার জন্য ভালো কিছু করতে এবং বঞ্চিত মানুষের পাশে দাড়াতে ও তাদেরকে ভালবাসতে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট