দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় কুষ্টিয়ার দৌলতপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্বর্ধনা প্রদান করা হয়। দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদের সভাপতিত্বে মেধাবী শিক্ষার্থী সম্বর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান।

Post MIddle

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। উপজেলার ৬৭ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত থেকে মোট ৩৬০জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদ ও রজনীগন্ধা ফুল দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয়।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট