চুয়েটে উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ প্রথমবারের মত আয়োজিত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০১৭ এ চ্যাম্পিয়ন হয়েছেন শামীম উদ্দীন রাজু ও সাহাবুদ্দীন সজল। রানার আপ হন অধ্যাপক ড. মো: মইনুল ইসলাম ও জনাব নির্মল কুমার বড়–য়া। সেরা খেলোয়াড় হন সাহাবুদ্দীন সজল।
গতকাল সন্ধ্যায় চুয়েটের স্টাফ ওয়েলফেয়ার অফিস সংলগ্ন ব্যাডমিন্টন মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সভাপতিত্ব করেন চুয়েটের স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েটের আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো: মইনুল ইসলাম, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি.এম. সাদিকুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো: আমিনুল ইসলাম, পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তারেকুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, চীফ টেকনিক্যাল অফিসার জনাব প্রকাশ কান্তি চৌধুরী, ডেপুটি চীফ শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব নির্মুল কুমার বড়–য়া প্রমুখ। গত ৩০ জানুয়ারি, ২০১৭ তারিখে এ টুর্নামেন্টের সূচনা হয়।