আজ শেষ হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩

আমাদের দেশীয় সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক বাংলা চলচ্চিত্রকে সাধারণ দর্শকের সাথে পরিচয় করিয়ে দিতে ১৬ তম বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ফেব্রুয়ারির ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র(টিএসসি) এর মিলনায়তনে আয়োজন করছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৩’। আজ উৎসবের শেষ দিন।

এই চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আজ ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত ‘স্টপ জেনোসাইড’ (সকাল ১০.০০ টা), বাসয় চ্যাটার্জী পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ (সকাল ১১.৩০ টা), জাকির হোসেন পরিচালিত ‘শিকারি’ (দুপুর ২.১০ টা) এবং উৎসবের সমাপ্তি ঘটবে গিয়াসউদ্দীন সেলিম পরিচালিত ‘মনপুরা’ (সন্ধ্যা ৬.৩০ টা) চলচ্চিত্রটি প্রদর্শনের মধ্য দিয়ে।

ভালোবাসার দিনে প্রিয়জনকে নিয়ে মানুষ ভিড় জমিয়েছে টিএসসি প্রাঙ্গণে কিছু সুন্দর বাংলা চলচ্চিত্র দেখে দিনটি উদযাপন করার জন্য। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সভাপতি এস এম আরিফ রায়হান শোভন বলেন, আশা করি প্রদর্শিত চলচ্চিত্রগুলো দর্শকদের বাংলা চলচ্চিত্রের ব্যাপারে উৎসাহী করে তুলবে। ‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আমরা ভবিষ্যতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ আরও বড় পরিসরে আয়োজন করব।“

Post MIddle

আমার ভাষার চলচ্চিত্র১৪ ফেব্রুয়ারি, আজ সমাপনী অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ আজীবন সম্মাননা প্রদান করা হবে লেখক ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরুকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডঃ আ আ ম স আরেফিন সিদ্দিককে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর পক্ষ থেকে ২০১৬ সালে নির্মিত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্রকে প্রদান করা হবে ‘হীরালাল সেন পদক’।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর সঞ্চালক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, চলচ্চিত্র সংসদ কর্মী ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত পরিচালক মসিউদ্দীন শাকের এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

উল্লেখ্য যে, ‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র শিল্পের প্রসারে বিশেষ অবদান রাখছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। ‘আমার ভাষার চলচ্চিত্র’ বাংলা চলচ্চিত্র প্রর্দশনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে।

পছন্দের আরো পোস্ট