কুয়েটে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের বাইরে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে ১২ ফেব্রুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩ টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

Post MIddle

সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জি এম শহিদুল আলম, পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া, বিভিন্ন হলের প্রভোস্টগণ, সহকারী রেজিস্ট্রার সিকদার নুর ইসলাম, নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক, ৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান, আড়ংঘাটা থানার এসআই মোঃ রবিউল ইসলাম এবং কুয়েটের ছাত্ররা অবস্থান করে এমন বাড়ীর মালিকগণ উপস্থিত ছিলেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট