
ঢাবি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে আজ (১২ ফেব্রুয়ারি ২০১৭) রবিবার কোষাধ্যক্ষ দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস-এর বাংলাদেশস্থ চীফ অব পার্টি সিলইয়া পাসিলিনা এই সমঝোতা স্মারক বিনিময় করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসানুজ্জামান এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।