ঢাবিতে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (১০ ফেব্রুয়ারি ২০১৭) শুক্রবার অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Post MIddle

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুল হক, বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রতিযোগী এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন। তিনি শিশু-কিশোরদের শুদ্ধভাবে বাংলা ভাষা ব্যবহারের পরামর্শ দেন। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে ধারণ করে শিশু-কিশোরদের গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ঐদিন সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৫০টি ছবি ৪ফুট দ্ধ ৮ ফুট মাপে ডিজিটাল প্রিন্ট করে শহীদ মিনার সংলগ্ন এলাকায় একুশে ফেব্রুয়ারির মূল অনুষ্ঠানের অংশ হিসেবে প্রদর্শিত হবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট