জাবি সাইন্স ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলায় হাবিপ্রবি শিক্ষার্থী ৩য়

স্ট্রোম ইউর ব্রেন এন্ড এক্সপ্লোর ইউর ইনোভেশন এই স্লোগানকে সামনে রেখে জাবি’র সাইন্স ক্লাব এক বিজ্ঞান মেলার আয়োজন করে। এ আয়োজনের ভেন্যু ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এ আয়োজনে দেশের স্বনামধন্য ৩৫ টি প্রতিষ্ঠান বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করে।এ আয়োজনে ইভেন্ট ছিল কুইজ প্রতিযোগিতা, প্রজেক্ট প্রেজেন্টেশন,এবং পোস্টার প্রেজেন্টেশন। হাবিপ্রবির পক্ষে পোস্টার প্রেজেন্টেশন এ অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয় এর কৃষি অনুষদের শিক্ষার্থী কৃষিবিদ শারমিন আক্তার। তার পোস্টার প্রেজেন্টেশন টপিক ছিল “Sustainable Agricultural Development Program and waste turn into tricho compost by Tirchoderma Fungi”.পোষ্টার প্রেজেন্টেশন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।এর মধ্যে ৩য় স্থান অধিকার করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

Post MIddle

উক্ত কর্মসুচীতে উপস্থিত ছিলেন প্রফেসর ড.মো.কায়কোবাদ ডীন ই ই ই ফেকাল্টি বুয়েট, বিজ্ঞানী এন্ড প্রফেসর ড.ফারজানা ইসলাম ভিসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্লাজমা সাইন্টিস্ট প্রফেসর ড.মানুন,। আয়োজক দের মধ্যে উপস্থিত ছিলেন সাইন্স ক্লাবের সভাপতি মোঃ আবু সায়েদ,সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির সোহাগ,সহ সভাপতি মাবিয়া সুলতানা। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট