পাবিপ্রবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

আজ ১১ ফেব্রুয়ারি, ২০১৭ অমর একুশে উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “বাংলা ভাষার বিশ্বায়ন : পর্ব থেকে পর্বান্তরে” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়।

Post MIddle

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবিপ্রবি মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আবদুল আলীম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস-এর পরিচালক প্রফেসর ড. স্বরোচিষ সরকার, ভিখারুননেসা নুন স্কুলের প্রাক্তর অধ্যক্ষ কবি নাসরীন নঈম। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. বেগম আকতার কামাল। প্রধান অতিথির বক্তব্যে হাসান আজিজুল হক বলেন, বাংলা ভাষার মধ্যে বাঙালির অস্তিত্ব নির্ভরশীল। পৃথিবীতে আর কোনো জাতি পাওয়া যাবে না যারা ভাষার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছেন। ভাষার জন্য সংগ্রাম করে দেশ পাওয়া এক বিরল ঘটনা।

প্রফেসর ড. বেগম আকতার কামাল বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে মূল জনগোষ্ঠীর স্রোতে নিয়ে আসতে হবে। বাংলা সাহিত্য অনুবাদ করে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে। বাংলা ভাষার আন্তর্জাতিকায়নে যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠঅনে বাংলা ভাষা ও সাহিত্যের নানা বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোঃ হাবিবুল্লাহ্, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি কিসলু নোমান, বাংলা বিভাগের সভাপতি মুহাম্মদ আরিফ ওবায়দুল্লাহ, জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক ফারুক হোসেন চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোকাররম হোসেন, রাশেদ মাহমুদ ও মুহাম্মদ নূরুন্নবী রচিত তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনূষ্ঠানটি উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর হুমায়ুন কবির। #

আরএইচ

পছন্দের আরো পোস্ট