নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সঙ্গে জাপানের ইয়ামাগুচি ইউনিভার্সিটি গ্র্যাডুয়েট স্কুল অব মেডিসিনের অধ্যাপক কিওশি ইচিহারার নেতৃত্বে এক প্রতিনিধি দল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী ২০১৭) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এক সৌজন্য সাক্ষাত করে। এসময় দলটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘মাইক্রোবায়োলজি বিভাগ’ এবং ইয়ামাগুচি ইউনিভার্সিটি গ্রেডুয়েট স্কুল অব মেডিসিনের ‘ক্লিনিকাল ল্যাবরেটরি সায়েন্স বিভাগ’ এর মধ্যে একাডেমিক ও গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মতবিনিময় করেন। নোবিপ্রবিতে শীঘ্র্ই হেমাটোলজিকাল ক্যান্সার এবং অটোইমিউন ডিজিজ নিয়ে উচ্চতর গবেষণা কার্যক্রম চালুর ব্যাপারে নোবিপ্রবি উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন- আইসিডিডিআরবি এর সহযোগী বিজ্ঞানী ড. ফিরোজ আহমেদ ও কিওশি ইচিহারার সহধর্মিনী সাচিকো ইচিহার প্রমুখ। উল্লেখ্য, কিওশি ইচিহারার এ গবেষণা একযোগে পৃথিবীর ১২টি দেশে পরিচালিত হবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট