নর্দান ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন
শনিবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের দিনব্যাপী স্প্রিং-২০১৭ ব্যাচের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও সাং¯কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইন অনুষদের ডীন প্রফেসর ড. এ.ডব্লিউ এম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মো: আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা দেশের কল্যাণ বয়ে আনবেন এবং নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে তেরী করে সারা বিশ্বে বাংলাদেশের নাম তুলে ধরবেন বলে আমরা আশা করি। ওরিয়েন্টেশন শেষে ছাত্রছ্ত্রাীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাং¯কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।#
আরএইচ