কুয়েটে অান্তঃহল ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অান্তঃহল ক্রিকেট টুর্ণামেন্টে শুরু হয়েছে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, ড. এম এ রশীদ হলের প্রভোষ্ট ড. পিন্টু চন্দ্র শীলসহ সহকারী পরিচালক (ছাত্র কল্যাণ), বিভিন্ন হলের সহকারী প্রভোষ্টবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় কুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, কুয়েটের শিক্ষার্থীরা শিক্ষা এবং খেলাধুলার মত সহ-শিক্ষা কার্যক্রম উভয় দিকে সমান তালে এগিয়ে চলেছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ তাদের মেধাকে শানিত করবে।

Post MIddle

উদ্বেধনী খেলায় ড. এম এ রশীদ হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল মুখোমুখি হয়। আগামী ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছয়টি হল প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি হবে এবং অর্জিত পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল ফাইনাল খেলবে।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট