রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘স্বপ্নের অপমৃত্যু’ শর্ট ফিল্ম

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে র‌্যাগিং এর শিকার হয়ে অনেকেই আত্মহত্যা করেন। শেষ করে দেন তাদের বড় হওয়ার স্বপ্নগুলোকে। স্বপ্নের অপমৃত্যু ঘটে র‌্যাগিং এর শিকার হওয়া শিক্ষার্থীদের। আর এই র‌্যাগিং সম্পর্কে সচেতনা গড়ে তুলতে তৈরী করা হয়েছে ‘স্বপ্নের অপমৃত্যু’ নামে একটি শর্ট ফিল্ম।যেখানে পরিচালক হতে অভিনেতা সবাই রংপুরের বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের ( বেরোবি) শিক্ষার্থী।

১৭ মিনিটের এ শর্ট ফিল্মে দেখানো হয়েছে কিভাবে একজন শিক্ষার্থী র‌্যাগিং এর শিকার হয়ে আত্মহত্যার মাধ্যমে স্বপ্নের অবসান ঘটান।

এতে পরিচালনা করেছেন গণিত বিভাগের শিক্ষার্থী আকবর রনি, সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন স্বপন কুমার রায় ও মুকুল হোসেন। প্রযোজনা করেছেন মোহসীন আলী।

এ ফিল্মের পরিচালক রনি জানান,‘ অন্তত বেরোবিতে র‌্যাগিং সম্পর্কে সাড়া জাগানোর জন্যই এটি তৈরী করা। আশা করি আমরা সফল হব।’

তিনি আরো বলেন,‘দুই একের মধ্যে এটি আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ করা হবে। যেহেতু এটি আমার প্রথম শর্ট ফিল্ম তাই দর্শকরা যাতে তা দেখে আমাকে আরো কাজ করার উৎসাহ জোগান এই প্রত্যেশা করছি।

পছন্দের আরো পোস্ট