মোরেলগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী
বাগেরহাটের মোরেলগঞ্জে পৌর সদরের এসএ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমীতে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া ,সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী সভা বৃহস্পতিবার শেষ হয়েছে।
“শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো ও শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে বার্ষিক ক্রীড়া ,সাংষ্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণীর উদ্ধোধন করেন পৌর মেয়র এসএ ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমীর সভাপতি এ্যাড.মনিরুল হক তালুকদার।
উদ্ধোধনীতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম কলেজের সাবেক অধ্যাপক লোকমান হাকিম,মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন,সহ সম্পাদক শামীম আহসান মল্লিক, সাবেক সম্পাদক এইচএম শহিদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আজিজুর রহমান মিলন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নান্না শেখ, ম্যানেজিং কমটির সদস্য আবুল কালাম, মাওলানা আবুল বাশার প্রমুখ।##