ঢাবি আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইবিএ
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট। রানার আপ অর্থনীতি বিভাগ এবং ৩য় স্থান অধিকার করেছে মার্কেটিং বিভাগ।
আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা ৮ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার বিশ্ববিদ্যালয় জিমন্যাসিয়াম বাস্কেটবল কোর্টে অনুষ্ঠিত হয়। খেলা শেষে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশ্ববিদ্যালয় বাস্কেটবল কমিটির সভাপতি অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়–য়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক-কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৮টি বাস্কেটবল দল অংশগ্রহণ করে।#
আরএইচ