কুয়েটে নতুন শিক্ষকদের সাথে ভাইস-চ্যান্সেলরের সভা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সদ্য যোগদানকৃত বিভিন্ন বিভাগের শিক্ষকদের সাথে দিক নির্দেশনামূলক সভা করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। ০৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে নতুন যোগদানকৃত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

Post MIddle

এসময় তিনি বলেন, শিক্ষকরাই পারে জাতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে। অভিভাবকরা শিক্ষকদের ভরসায় তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করেন। দেশের মানুষের চিন্তাকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে। তিনি আরো বলেন, একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের অনুকরণীয় ব্যক্তি। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জি এম শহিদুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর নতুন যোগদানকৃত শিক্ষকদের একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট