১০ম ইউল্যাব ফেয়ার প্লে কাপে স্টামফোর্ড ইউনিভার্সিটি তৃতীয়
১০ তম ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এ তৃতীয় স্থান অধিকার করেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ৮ এ নিজেদের স্থান করে নেয়। কোয়াটার ফাইনাল পর্বে ইউ আই ইউকে হারিয়ে সেমিফাইনালে নিজেদের নিশ্চিত করে স্টামফোর্ড ক্রিকেট দলটি। কিন্তু সেমিফাইনাইলে হেরে তৃতীয় স্থান অধিকারী খেলায় নিজেদেরকে প্রমাণ করে এবং তৃতীয় স্থান লাভ করে।
স্টামফোর্ড ক্রিকেট দলের ক্যাপ্টেন সুমন কুমার সাহা। আর খেলায় বিশেষ প্রসংশার দাবিদার খেলোয়ার সাদ্দাম হোসনে এবং লিটন চন্দ্র ধর।
স্টামফোর্ড ক্রিকেট দলটির ম্যানেজার রবিউল কবির, চীফ এডভাইজর জয়নাল আবেদীন এবং বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ফজলে রব তাজÑএর নেতৃত্বে প্রতিটি খেলা অনুষ্ঠিত হয়। আর দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কাজী আনোয়ার হোসেন।#
আরএইচ