ঢাবি উপাচার্যের সঙ্গে জার্মান প্রতিনিধি দলের সাক্ষাৎ

জার্মানীর হামবোল্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. ফ্রাঙ্ক রিজবেক-এর নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল (৭ ফেব্রুয়ারি ২০১৭) মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- এসভেন রিজবেক, আলেকজান্ডার কাইজার এবং ড. মো: জিল্লুর রহমান।

Post MIddle

এসময় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জার্মানীর হামবোল্ট ইউনিভার্সিটির-এর মধ্যে নবায়ণযোগ্য শক্তি, কৃষি, অব্যবহৃত শক্তি ব্যবস্থাপনা এবং স্যানিটেশন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে শিগ্গিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ুঐকমত্য প্রকাশ করেন।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট