ময়লার ভাগাড় উচ্ছেদের জন্য শেকৃবি সাহিত্য সংসদের মৌন মিছিল ও মানববন্ধন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মগেট-মিরপুর ১০ নম্বর সড়ক সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটে নির্মান করা হয়েছে বৃহৎ এক ময়লা ফেলার ভাগাড়। এ ময়লার ভাগাড় উচ্ছেদের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মৌন মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

Post MIddle

শেকৃবি সাহিত্য সংসদের উদ্যোগে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে এ মৌন মিছিল শুরু হয়। মিছিলটি ভাগাড়ের সামনে গিয়ে শেষ হয়। পরে অতি দূত ভাগাড়টি উচ্ছেদের দাবিতে সেখানে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

পরিকল্পনা কমিশনের শুকনো ময়লা আবর্জনা ফেলার জন্য তাদের নির্দেশে গণপূর্ত অধিদপ্তর এ ভাগারটি নির্মাণ করেছে। এ ভাগাড়ের ফলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হাজার হাজার শিক্ষার্থী , স্থানীয় বাসিন্দা, পথচারি , পরিকল্পনা কমিশন, নির্বাচন কমিশন ও গণপূর্তভবনে কর্মরত কর্মকর্তা কর্মচারিরা রয়েছেন ব্যাপক স্বাথ্যঝুকির আওতায়।#

আরএইচ

পছন্দের আরো পোস্ট