শুদ্ধতার শতদল বিকশিত হোক
রুদ্ধশ্বাসে কাটে প্রতিটা মুহূর্ত
জগৎ জুড়ে ক্ষুধার প্রতিধ্বনি,
নিপীড়িত মানুষের বিদীর্ণ চিৎকার
মুহূর্তেই জমা হচ্ছে সি.এফ. সি’র আস্তরণ।
বিপন্ন মানবতা, শুনি শান্তির আস্ফালন;
বিপন্ন সহিষ্ণুতা, শুনি গৃহযুদ্ধের দামামা;
বিপন্ন পরিবেশ, দেখি ধ্বংসের উৎসব;
বিপন্ন শালীনতা, দেখি মধ্যযুগীয় ছিন্ন বস্ত্র।
বৈষম্যের শিকার দক্ষিণের মহাদেশ
উত্তরের হুংকারে আতঙ্কিত বিশ্ব,
সাইবার যুদ্ধ, পারমাণবিক অস্ত্র, বিষাক্ত গ্যাস;
শুনি খুনীরূপি মানবতাবাদীর বিভৎস হুংকার!
সবকিছু ছাপিয়ে
মুক্তি! মুক্তি!! মুক্তি!!!
জগৎবাসী মুক্তি চায়;
পঙ্কিলতা দূর হোক
শুদ্ধতার শতদল বিকশিত হোক।
(লেখক: শাহিদ আল মাসুদ, বাংলা ২য় বর্ষ; কুমিল্লা বিশ^বিদ্যালয়)