রাবিতে ‘হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার অপারচুনিটি ইন অস্ট্রেলিয়া’ শীর্ষক সেমিনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘হায়ার স্টাডি এন্ড ক্যারিয়ার অপারচুনিটি ইন অস্ট্রেলিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করতে গতকাল রবিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনের ইকোনমিক্স গ্যালারীতে এ সেমিনারের আয়োজন করা হয়।রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করে রাজশাহীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Post MIddle

সেমিনারের অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন অনুষ্ঠানের প্রধান বক্তা অস্ট্রেলিয়ার ভিক্টরি ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. শাহজাহান মিয়া।ক্লাবের সহ-সভাপতি হাসিব আল মামুনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. অধ্যাপক তরিকুল হাসান, উপদেষ্টা ফলিত রসায়ন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের প্রভাষক দিলিপ কুমার সরকার।

এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সালেহ রোকন, সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, যুগ্ম সম্পাদক আহসানউল্লাহ হিল গালিব, মাহমুদুল হাসান সুজান প্রমুখ।

পছন্দের আরো পোস্ট