ঢাবি ইসলামের ইতিহাস বিভাগে সংস্কারকৃত অফিস উদ্বোধন
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সংস্কার ও আধুনিকায়নকৃত চেয়ারম্যানের অফিস-কক্ষ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক খাজা নারগীছ হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খাজা নারগীছ হোসেনের পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে কক্ষটি সংস্কার করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনসহ বিভাগের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ##