ঢাবির ৩ মেধাবী শিক্ষার্থীর নুজহাত জাহাঙ্গীর স্মারক বৃত্তি লাভ
২০১৫ সালের বিএসএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ৩ জন মেধাবী শিক্ষার্থী ‘নুজহাত জাহাঙ্গীর স্মারক বৃত্তি’ লাভ করেছেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন- মো: ইসলামুল হক (অর্থনীতি), শেখ রোকাইয়া হাসান (সমাজবিজ্ঞান) এবং অনিকা ইনতেছার (নৃ-বিজ্ঞান)। ৫ ফেব্রুয়ারি ২০১৭ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাজমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল করিম, নৃ-বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ড. ফারহানা বেগম, প্রয়াত নুজহাত জাহাঙ্গীরের স্বামী এবং ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর এবং দাতার ছেলে অধ্যাপক ড. নাদিম জাহাঙ্গীর বক্তব্য রাখেন। ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর উদ্দিন খান মামুন স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: এনামউজ্জামান অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন এবং ট্রাস্ট ফান্ডের দাতাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।
পরে, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর তাঁর ছোট ভাই ড. হেলাল উদ্দিন খান শামসুল আরেফিনের নামে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ২৫ লাখ টাকার একটি চেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. হেলাল উদ্দিন খান শামসুল আরেফিন সম্প্রতি ৬৮ বছর বয়সে ইন্তেকাল করেন।#
আরএইচ