ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচিতি সভা
ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ইস্টিটিউট সমূহের ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের ১ম বর্ষ স্মাতক (সম্মান) শ্রেণীর ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা গতকাল (৫ ফেব্রুয়ারি ২০১৭) রবিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর এই সভার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. নাজমা শাহীন, ভূতত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নবাগত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। তোমরা তোমাদের নিজস্ব মেধা ও যোগ্যতায় একটি কঠিন প্রতিদ্বন্দ্বিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে এখানে ভর্তি হয়েছ। এজন্য সব সময় মাথা উঁচু করে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবে।
লেখাপড়ার পাশাপাশি দেশ-প্রেম, মানুষের প্রতি ভালবাসা, মূল্যবোধ, সততা এবং নৈতিকতার চর্চার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সরাসরি সম্পৃক্ত। ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী জীবন দিয়েছেন। তোমাদের এই ইতিহাস জানতে হবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তোমরা সব সময় অহংকার নিয়ে চলবে, মন-মানসিকতা সব সময় উদার রাখবে এবং গর্ব নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন অতিক্রম করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠবে।